অভিনেতা শহীদুল্লাহ সবুজ ও অনুভব মাহবুব আসছেন রাজবাড়ী সার্কেল আয়োজিত লাইভ শো ”আড্ডা উইথ পান্থ আফজাল”এ ।
আজ ঠিক রাত ৮.৩০ মিনিটে শুধুমাত্র রাজবাড়ী সার্কেলের ফেসবুক পেইজে এই লাইভ শোটি দেখা যাবে। অনুষ্ঠানে তারা বলবেন তাদের জীবনের নানা গল্প ও অভিজ্ঞতা।
অনুষ্ঠানটির উপস্থাপক পান্থ আফজাল জানান, ‘এই লাইভ শো’র মাধ্যমে সংগৃহীত সমস্ত অর্থ রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে যাবে অস্বচ্ছল ও অসহায় পরিবারের কাছে।
এর আগে `আড্ডা উইথ পান্থ আফজাল’ লাইভ শোতে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় তারকা সজল, বাঁধন, ইমন, বাঁধন সরকার পূজা, কাজী শুভ, পূজা চেরী, জয় শাহরিয়ার, শতাব্দী ওয়াদুদ, জাকিয়া বারী মম, নওশাবা, এবিএম সুমন, অন্তু করিম, মোনালিসা, সাদাত হোসাইন, চঞ্চল চৌধুরী, টনি ডায়েস, ফাহমিদা নবী, বিবি রাসেলসহ অনেকে।