শিরোনাম
গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বিএনপির এক পক্ষের বিরুদ্ধে ওপর পক্ষের বসত বাড়িতে হামলার অভিযোগ জুলাই বিপ্লব চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪’ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা গোয়ালন্দে বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার-৫ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার দুই ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী দিলো রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ রাজবাড়ীতে ভেজাল মদ্যপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি-২

শাহজালাল বিমানবন্দরে ভুয়া কর্নেল আটক

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০

0Shares

রিজেন্টের সাহেদের মতো আরও এক প্রতারক ধরা পড়েছে শাহজালাল বিমানবন্দরে। এই প্রতারকের নাম মোশাররফ হোসেন। সে নিজেকে কর্নেল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন বড় কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফ্লাইট দশ মিনিট বিলম্ব করানোর মতো হিম্মত দেখিয়েছে। শেষ পর্যন্ত এপিবিএন-এর জিজ্ঞাসাবাদে স্বরূপ উন্মোচন হওয়ায় তাকে ধরা পড়তে হয়েছে। এখন সে রয়েছে জেলহাজতে। মঙ্গলবার তাকে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করার পর তা মঞ্জুর না করে সরাসরি জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়। বিমানবন্দর থানার ওসি (তদন্ত) কাজী কায়কোবাদ বলেন, মোশাররফও সাহেদের মতোই প্রতারক।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসাইন শিমুল জানিয়েছেন, সোমবার সকালে মোশাররফ হোসেন ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম যাচ্ছিলেন। চেক ইন কাউন্টারে নিজেকে একজন কর্নেল পরিচয় দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গিয়ে বসেন। সেখান থেকে তিনি নভোর ফ্লাইটে গিয়ে বসেন। সকাল ৭.৩০ এর আগে সব যাত্রী নিজ নিজ আসনে বসার পর প্লেনের ডোর ক্লোজড করে পাইলট ঘোষণা দেন টেক অফের। এমন সময় নিজের আসন থেকে ওঠে এসে কেবিন ক্রু তানিয়ার কাছে মোশাররফ হোসেন পরিচয় দেন তিনি একজন কর্নেল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন। তার পকেটে থাকা মোবাইল ফোনটি ভিআইপি লাউঞ্জে ফেলে এসেছেন। সেটা আনতে যেতে হবে। এ সময় তানিয়া তাকে সরি বলার পর তিনি হুমকি দেন, ফ্লাইট কয়েক মিনিট বিলম্ব হলেও সেটা করতে হবে, ফোন ছাড়া যাওয়া যাবেনা। পরিস্থিতি বিপজ্জনক দেখে পাইলট বাধ্য হন ফ্লাইট দশ মিনিট বিলম্ব করতে। এ সময় মোশাররফ প্লেন থেকে নেমে আবার ভিআইপি লাউঞ্জে গিয়ে মোবাইল ফোন নিয়ে আসেন। এরপর ওই ফ্লাইট দশ মিনিট বিলম্বে চট্টগ্রামের পথে রওনা হয়। আলমগীর হোসাইন শিমুল জানান, ফ্লাইট বিলম্বের খবর নভোর শীর্ষ কর্তৃপক্ষের কাছে পৌঁছলে তাদেরও সন্দেহ দেখা দেয়। এ অবস্থায় তার সম্পর্কে আরও ভাল করে খোঁজখবর নেয়ার পর সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ধরা পড়ে তিনি বলেন কর্নেল নন। এক সময় সেনাবাহিনীতে হাবিলদার পদে চাকরি করতেন। ১৯৯৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে ডিওএইচএসে এক সেনা কর্মকর্তার বাসার কেয়ারটেকার হিসেবে কর্মরত। এমন পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে তুলে দেয়া হয় বিমানবন্দর আর্মড পুলিশের কাছে। এ সময় তার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি থানায় ফোন করা হলে সেখান থেকে বলা হয়, তার বাড়ি কড়াই গ্রামে, তার নামে প্রতারণার একাধিক মামলা ও গ্রেফতারি পরোনায়া রয়েছে। এ বিষয়ে এপিবিএন এসআই অসীম কুমার মোদক বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের পর তাকে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার একটি আদালতে ৫দিনের রিমান্ড চেয়ে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

[Sassy_Social_Share]

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg