রাজবাড়ী জেলার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) সার্বিক নির্দেশনায় এবং স্বপন কুমার মজুমদার অফিসার ইনচার্জ রাজবাড়ী থানা নেতৃত্বে এস আই হিরণ কুমার বিশ্বাস ডিজিটাল ডিভাইস এর সঠিক ব্যবহার এবং ছন্দবেশ ধারণ করে এস আই সোহেল রানা, এস আই হেমায়েত হোসেন, এ এস আই অনুপ সরকার, এ এস আই সামাদ মোল্লা এবং কং/ নুরুজ্জামান ও কং/ আলামিনকে সহ রাজবাড়ী শহরের বৃটিশ টোবাকো থেকে গত ১৯/০৭/২০২০ তারিখে ডাকাতি হওয়া ১০ লক্ষাধীক টাকার ৫,২২০ প্যাকেট বেনসন, গোল্ডলিফ ও ষ্টার সিগারেট গাজীপুর জেলার টঙ্গী বাজারের তিনটি দোকান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এছাড়াও ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ গাড়ী জব্দ ও ঘটনায় জড়িত ডাকাত সাহাবুদ্দিন ওরফে সাবু ও মোতালেব এবং দোকানের মালিক হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়।