আজ শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পৃথিবী থেকে দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফাজ্জল হোসেন, সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম রাজবাড়ী, আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি মুক্তি যোদ্ধা শিবুপদ বিশ্বাস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, সন্তোষ কুমার দত্ত, সভাপতি জিউর মন্দির, গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক জিউর মন্দির, শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক, লক্ষ্ণীকোল হরিসভা মন্দির।
বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দির।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা ।
জন্মাষ্টমীর অনুষ্টানে বক্তারা বলেন, ” শ্রীকৃষ্ণ যেমন দুষ্টের দমন করে সৃষ্টির পালন করতে আজকের দিনে জন্ম নিয়েছিলেন। তেমনি দেশ, জাতি তথা বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় হবে সৃষ্টের পালন হবে এবং শুভ শক্তির উদয় হবে।”
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনে সার্বিক সহযোগিতা করায় রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার মো মিজানুর রহমার পিপিএম কে ধন্যবাদ জানান।