স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৬ জানুয়ারি) এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃত রাহিমা আক্তার (২৯) রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড দেওয়ানপাড়া এলাকার ওবায়দুর সরদারের স্ত্রী।
জানা গেছে, গোয়ালন্দঘাট থানার পুলিশ গতকাল রোববার দিনগত রাত আটটার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া এলাকায় রাহিমা আক্তারের বসত বাড়ির রান্না ঘর থেকে ৭০ (সত্তর) বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে, সোমবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।