স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শাহাদাৎ মেম্বার পাড়ায় আগুন লেগে গরুসহ দুটি বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকায় শাহাদৎ মেম্বার পাড়ার রেজাউল ও শহিদের গরুসহ দুটি বাড়ী আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে।এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউলের ঘরে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা গরু আগুনে পুড়ে যায়।পরিবারের সকলের চিৎকার চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটের আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছি।
তিনি আরো জানান, গবাদি পশু ও দুটি ঘর পুড়েছে।