স্টাফ রিপোর্টার,
যথাযোগ্য মর্যাদায় গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টায় গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে স্মৃতিস্তবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
পরে প্রেসক্লাবের অফিস কক্ষে প্রেসক্লাবের আহ্বায়ক গণেশ পাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিজয় দিবসের এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উদয় দাস, আক্তারুজ্জামান মৃধা, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান আক্কাস, লুৎফর রহমান সোহাগ, জাকির হোসেন বাবলু, সাইফর রহমান পারভেজ, জহুরুল ইসলাম হালিম, আক্তারুজ্জামান রনি, রাকিবুজ্জামান রাকিব প্রমূখ।