গোয়ালন্দে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মো. মনিরুল ইসলাম (৩৩) ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভায়ানা মোল্লা পাড়া গ্রামের মো. মাহাতাব উদ্দিন মন্ডলের ছেলে।

জানা গেছে, গোয়ালন্দঘাট থানার এসআই সেলিম মোল্লা সংগীয় ফোর্সসহ গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোষ্ট করার সময় রোজিনা পরিবহন বাসের যাত্রী মনিরুল ইসলামকে ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg