গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন। ক্রীড়া অনুরাগী এই উপজেলা নির্বাহী কর্মকর্তা সারাবছর উপজেলার বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী বিতরণ করে থাকেন।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকাল চারটায় উপজেলার বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের জন্য সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামাদ মোল্লার নিকট দুটি ফুটবল ও একটি ব্যাটসেট প্রদান করেন। এসময় তিনি গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে চারটি ব্যাট প্রদান করেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা খোকোনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন প্রমূখ।

উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আন্তরিকতা প্রশংসনীয়। নিয়মিত পরিদর্শন, পরামর্শ, মতবিনিময় সভা এবং নির্দেশনা মাধ্যমিক শিক্ষাকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার ৫১ টি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা ছাড়াও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ফুটবল, ভলিবল ও ক্রিকেট সেট বিতরণ করা হয়েছে। এতে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে খারাপ পথ থেকে ফিরে আসবে। তিনি আরো বলেন, ‘জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে থাকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg