রাজবাড়ীতে র‍্যাবের হাতে ফেনসিডিলসহ দুইজন আটক

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ১০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর সদর থানার গোয়ালন্দ মোড় এলাকা থেকে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর র‌্যাব-১০ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

আটককৃতরা হলো মেহের পুর জেলার গাংনী থানার পশ্চিম মালহদ গ্রামের মোঃ সল্টু মিয়ার ছেলে মোঃ জিহাদ আলী (২৪) ও হোসাইন আলীর ছেলে মাবুদ আহমেদ (১৯)।

কে এম শাইখ আকতার আরও বলেন, গতকাল মঙ্গলবার রাত সারে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে পিকআপে করে মেহেরপুর জেলা হতে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেছে। সংবাদ পেয়ে র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক রাজবাড়ী জেলার সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। এসময় রাত সারে দশটার দিকে একটি পিকআপ চেক করে প্রায় ৮,৬৪,০০০/- (আট লক্ষ চৌষট্টি হাজার) টাকা মূল্যমানের ২৮৮ (দুইশত আটাশি) বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg