দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১,২ ও ৫ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের শহীদ মিনার প্রাঙ্গণে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক ব্যাপারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নিজামউদ্দিন শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ, আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বেনজির আহমেদ বিলাস বেপারী, সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল সরদার এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ।

এসময় বক্তারা বলেন, দৌলতদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে। বিএনপিকে নির্যাতন করেছে। আমরা তারেক রহমান এর নির্দেশ অনুযায়ী দলে নতুন কাউকে আনবো না। দলে ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে। আগামী নির্বাচন আসলাম মিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg