স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৬৫ (পঁয়ষট্টি) বোতল ফেনসিডিলসহ আশানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আশানুর রহমান (২৬) যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, গোয়ালন্দঘাট থানার এসআই আব্বাস উদ্দিন সংগীয় ফোর্সসহ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করার সময় আশানুর রহমানকে ৬৫ (পঁয়ষট্টি) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।