স্টাফ রিপোর্টার,
দশ টাকায় হাসি ফাউন্ডেশনের আয়োজনে সমগ্র দেশব্যাপী ‘জুলাই বিপ্লব’ এর বিভিন্ন দৃশ্যকে অবলম্বন করে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়।
১৬ নভেম্বর ২০২৪ ইং রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ফরিদপুর, রাজবাড়ী ও গোয়ালন্দ অঞ্চল থেকে নির্বাচিত বিজয়ীদের মধ্যে নগদ অর্থ , ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
গোলাম শাহরিয়ারের সঞ্চালনায় ও নির্বাহী শাফি লিন্নাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফা বেগম,প্রধান শিক্ষক, সাহাজউদ্দীন মন্ডল ইনস্টিটিউট।
স্টাইলেন্ট নিট লিমিটেড নিবেদিত এই প্রতিযোগিতায় প্রায় ২৫ টি জেলা থেকে ১৬০ এরও অধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন।
দশ টাকায় হাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তানভীর মাহমুদ রিয়াদ বলেন, জুলাই বিপ্লবের স্পৃহাকে ছড়িয়ে দিতে এবং শহিদ ও আহত ভাই-বোনদের আত্মত্যাগকে স্মরণে রেখে আয়োজন করা হয় ‘স্মরণে জুলাই বিপ্লব চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪’ এর। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের শহিদদের ত্যাগের কথা স্মরণে রাখতে ভবিষ্যতে এ জাতীয় প্রোগ্রামের আয়োজন করে থাকবে দশ টাকায় হাসি ফাউন্ডেশন।
উল্লেখ্য, অলাভজনক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত দশ টাকায় হাসি ফাউন্ডেশন ‘১ ঘন্টার লাইব্রেরি’ নামক ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম, অসহায় মানুষদের জন্য ‘ঈদ বাজার’, পথশিশুদের জন্য স্কুলিং কার্যক্রম, স্কুল পর্যায়ে ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক সেমিনার সহ মানবিক ও সৃজনশীল মূলক একাধিক কার্যক্রম পরিচালনা করে থাকে।