স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মিঠুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মো. মিঠুন যশোরের বেনাপোল পোর্ট উপজেলার ভবেরবেড় এলাকার মো. আলাউদ্দীনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই ফারুক হোসেন সংগীয় ফোর্সসহ উপজেলার ওমর আলী মোল্লা পাড়া সাকিনস্থ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে সাড়ে সাত লিটার বিদেশি মদ ও এক বোতল ফেনসিডিলসহ মিঠুনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।