১০ আগস্ট মঙ্গলবার, রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের ২নং ইউনিয়ন পরিষদে বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সকাল ৯ টা থেকে ১০ টন চাল বিতরণ করা হয়। ১০০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
চাল দেয়ার সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলার সংযোগ অফিসার শ্যামল কুমার বিশ্বাস, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ও আজিজুল ইসলাম সচিব হাবাসপুর ইউনিয়ন পরিষদ।
এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচিব আজিজুল ইসলাম বলেন, “আমরা ১০ কেজি করে এক হাজা পরিবারের মধ্যে চাল দিচ্ছি, আমাদের চালের কোনো কমতি নেই, সবাই যেন সঠিকভাবে চাল পায় সেজন্য আমরা তদারকিও করছি। আমাদের চাল দেয়া শুরু থেকে শেষ পর্যন্ত সংযোগ অফিসার শ্যামল কুমার বিশ্বাস আমাদের সাথেই থাকবেন। ”
বানভাসিতে ক্ষতিগ্রস্ত সেকেন শাহ বলেন, “বন্যা কালে প্রতি বছরের তুলনায় এবার আমরা অনেক বেশি ত্রাণ পেয়েছি এবং পাচ্ছি। এবার যে পরিমাণে সরকারের কাছ থেকে সাহায্য পেয়েছি তা অন্য কোন বছরে এত সাহায্য পাইনি।”
আলামীন হোসেন শাকির
পাংশা