স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বৃক্ষ রোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার হাউলি কেউটিল এলাকায় রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি, প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও আকবর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকবর খান, গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষীকা শিমু আক্তার, গোয়ালন্দ প্রবাসী ফোরামের আকরাম হোসেন, গোয়ালন্দ প্রবাসী ফোরাম রক্ত ইউনিটের সভাপতি আসাদুল্লাহ আল মামুন, সদস্য জামিল হোসেন প্রমূখ।
জানা গেছে, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব বিনামূল্যে রক্ত দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে বিভিন্ন ধরনের ফলজ গাছ, শিশুদের খেলার জন্য ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।