বালিয়াকান্দিতে অবৈধজাল উদ্ধারে মৎস্য দপ্তরের অভিযান
মেহেদী হাসান, রাজবাড়ী;
রাজবাড়ী বালিয়াকান্দিতে ২০২৪-২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
রবিবার (০৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রসাশন ও মৎস্য দপ্তরের আয়োজনে জংগল বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।
এসময় আনুমানিক অর্ধলক্ষ টাকা মূল্যের প্রায় ২০০ পিস কারেন্ট জাল জব্দ করে এবং বৈন্যতুল কাটাখালী বিলে থেকে আরো ২৫টি চায়না দুয়ারি ও ১৫০ পিস কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জংগল বাজারে সাধারণ মানুষকে কারেন্ট, চায়না দুয়ারি সহ অবৈধ সকল জাল সম্বন্ধে সচেতন করে বলেন এসকল নিষিদ্ধ জাল জীব বৈচিত্র্য হুমকিতে ফেলে দিয়েছে তাই অবৈধ জাল জব্দ করতে সহায়তা করার জন্যও অনুরোধ জানাই।