শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

পাংশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২০

0Shares

আজ ১০ আগস্ট ২০২০ সোমবার বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০১৯-২০২০ অর্থবছরের রাজবাড়ী জেলায় পাংশা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম (মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-২), মোঃ ফরিদ হাসান (ওদুদ) চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা রাজবাড়ী, জালাল উদ্দিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা রাজবাড়ী, মোছাঃ রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা রাজবাড়ী ও মোঃ রফিকুল ইসলাম উপজেলা নির্বাহি অফিসার পাংশা রাজবাড়ী।

উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ হাসান ওদুদ বলেন, বাংলাদেশ সরকার বাংলাদেশে বসবাসরত সব ধরনের জাতির জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। তাদের মধ্যে ক্ষুদ্র ও নৃগোষ্ঠী অন্যতম। তারাও বাংলাদেশ সরকারের দেয়া কোনো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না। তিনি আরও বলেন শিক্ষাক্ষেত্রে ও চাকরির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

আজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ৩০ টি বাইসাইকেল দেয়া হয়েছে শুধুমাত্র তাদের লেখাপড়া ভালো করার জন্য। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী সুমি রানী বলেন, আজ আমাকে সাইকেল দিয়েছে আমি এই সাইকেল চালিয়ে আমার বাবার কাজের সাহায্য করতে পারবো, মাঠে গিয়ে খাবার দিয়ে আসতে পারবো। নিয়মিত স্কুলে যেতে পারবো এবং নিয়মিত প্রাইভেট পড়তে পারবো আমার দেরি হবে না আর প্রাইভেটে যেতে । এই বাইসাইকেলটি পেয়ে আমি অনেক খুশি।

আলামিন হোসেন শাকির

পাংশা উপজেলা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg