শিরোনাম
কালুখালীতে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে অবৈধজাল উদ্ধারে মৎস্য দপ্তরের অভিযান বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিলেন মুদি দোকানের কর্মচারী, আ. লীগের পদ পেয়েই গড়েছেন সম্পদের পাহাড় ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে মারপিটের ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় মুক্তিযোদ্ধার সন্তান  বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল সম্পাদক কামরুল ইজিবাইক চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু মানিকগঞ্জ কুকুরের কামড়ে একদিনে আহত ৮২, জনমনে আতঙ্ক সরকারি কলেজের প্যাডে নোটিশ জারি করে ঘুষের টাকা সংগ্রহ করলেন অধ্যক্ষ

বিয়ের ফাঁদে ফেলে তরুণীকে পতিতালয় বিক্রি চেষ্টা, গ্রেপ্তার প্রতারক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ,বিয়ের নাটক সাজিয়ে পতিতালয় বিক্রি চেষ্টা,সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিস ইমন ওরফে বুলবুল (৩৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও রাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

পুলিশ সুপার জানান,জেলার পাংশা উপজেলার এক তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন অভিযুক্ত আসামি। পরে একাধিক বার ধর্ষণের পর প্রতারণার নাটক সাজিয়ে বিয়ে করে ওই কিশোরীকে টাকার বিনিমেয়ে যৌনকর্মী হিসেবে পতিতালয়ে পাচারের চেষ্টা করে।

পরবর্তীতে ওই কিশোরীর মা বিষয়টি বুঝতে পেরে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানায় ধর্ষণ, প্রতারণা এবং মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর অভিযুক্ত আসামি আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যান।

তিনি আরও জানান,বিয়ের পাশাপাশি চাকরি দেওয়ার কথা বলেও মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন অভিযুক্ত।তিনি করোনার সময় স্বাস্থ্য বিভাগের উদ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে এক কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিস ইমন ওরফে বুলবুল চুয়াডাঙ্গায় দুইটি, মেহেরপুরের দুইটি, ঝিনাইদহে দুইটি ও রাজবাড়ীতে একটি বিয়ে করেছেন। তিনি বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে মোটা অংকের টাকা ও স্বর্ণালংকার নিতেন। তার নামে দেশের বিভিন্ন থানায় চারটি প্রতারণা মামলা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg