রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণে জানাগেছে ২১ নভেম্বর মঙ্গলবার ২০২৩ ইং ঝিনাইদহ-ট-১১-০৮১৬ ট্রাক, ড্রাইভার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পিতা-মৃত এরশাদ আলী গ্রাম আহমেদপুর থানা বড়াইগ্রাম জেলা নাটোর হতে ট্রাক ভর্তি পাট বোঝাই করে ফরিদপুর জেলার মধুখালী রাজ্জাক জুট মিলের উদ্দেশ্যে রওনা হয়। ২২ নভেম্বর রাত অনুমান ২.০০ ঘটিকার সময় বালিয়াকান্দি থানার ঘোড়ামারা ব্রিজের নিকট হইতে পাট ভর্তি ট্রাকের পিছনে ড্রাইভার আগুন দেখতে পায়। কে বা কাহারা ট্রাকে আগুন লাগিয়েছে কিছুই বলতে পারে না। ওই অবস্থায় ড্রাইভার গাড়ি চালিয়ে বালিয়াকান্দি হয়ে নাড়ুয়া রোডে প্রবেশ করে বালিয়াকান্দি পশ্চিমপাড়া আলাম মোল্লার ইটের ভাটার পাশে ডোবায় ট্রাক নামিয়ে দেয়। তাৎক্ষণিক সংবাদ পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পুলিশ সহায়তা করেন। কোন হতাহতের ঘটনা না ঘটলেও উক্ত ট্রাকে ৭ থাকা লক্ষ টাকার পাট ছিলো, তার মধ্যে অনুমান ৪০/৪৫ মন পাট পুড়ে যায় বলে ড্রাইভার জানায়।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ট্রাকের আগুন সড়কের পাশে থাকা বিভিন্ন বাড়ির পাটকাঠির বেড়াসহ খড়ের পালায় ছড়িয়ে পডার আশংকা ছিলো তবে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকা বেচেঁ যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’