স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
রবিবার (০৫ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় নওশের এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মাদক কারবারি- মো. সুজন মিয়া (২৬) দিনাজপুর সদর থানার রেলঘুন্টি নিশ্চন্তপুর ফকিরপাড়া (নতুনপাড়া) এলাকার মো. চাঁন মিয়ার ছেলে।
জানা গেছে, গোয়ালন্দঘাট থানা পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় নওশের এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী সুজন মিয়াকে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।