ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুর সদর উপজেলার মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ে ‘শহীদ শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষ্যে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০.০০ টায় র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আলীর সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুজ্জান,মোঃ মোস্তাফা হোসেন,মুহাম্মদ ফরহাদ মিয়া,আজিজুল ইসলাম,মাসুদ রানা,সহকারী শিক্ষিকা সাজেদা বেগম,জান্নাতুল ফেরদৌস,উম্মে মরিয়ম,আরিফা আক্তারসহ সকল শিক্ষক-কমর্চারী ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ সপরিবারে নির্মমভাবে নিহত সদস্যদের প্রতি স্মৃতিচারন করে তাদের আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য পেশ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সায়েম মোল্যা।
সহকারী শিক্ষক ফিরোজ হোসেনের সঞ্চালনায় বিশেষ মোনাজাত করেন আলী আহসান মুজাহিদ।