ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ ইং পালিত। ফরিদপুর জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয়, অন্ধকল্যাণ সমিতি ও এনজিওসমূহের আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ ও প্রতিবছর দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার আদায়ের দিবস হিসেবে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়। এ বছর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘সাদাছড়ি হাতে ধরি,স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’। সভা শেষে একটি বর্ণাট্য র্যালি শহরের বিভিন্ন গলি প্রদিক্ষন করে।
অনুষ্ঠানে সভাপত্বি করেন জনাব এ.এস.এম আলী আহসান,উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়,ফরিদপুর। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।