শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জাকির হোসেন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

নিজস্ব প্রতিবেদক,

প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এ জেলা পর্যায়ে এবার রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের ইউএনও মো. জাকির হোসেন। একজন মেধাবী, চৌকস ও সৃজনশীল কর্মকান্ড এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় ইউএনও হিসেবে তিনি জেলার সেরা ইউএনও নির্বাচিত হন।

গত ১৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যাচাই-বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগন (ইউএনও) অংশ গ্রহণ করেন। অবশেষে গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনকে জেলার সেরা ইউএনও নির্বাচিত ঘোষণা করা হয়। এখন তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

৩৪ তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য, মো. জাকির হোসেন এর বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ২০২২ সালের ১২ জুন গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে শতভাগ স্কাউটের আওতায় আনা সহ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. জাকির হোসেন বলেন, এক বছর আগে গোয়ালন্দ উপজেলায় যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নে নিজের সামর্থ অনুযায়ী ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আমার এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg