প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি গত ৫ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দিয়ে ছিলেন এবং ৮ আগস্ট সন্ধ্যায় তিনি রিপোর্ট পেয়েছেন। রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তবে বর্তমানে তিনি শারিরীক ভাবে সুস্থ থাকলেও হালকা কাশি রয়েছে।
তিনি রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করছেন। তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, রাজবাড়ী টেলিগ্রাফের বিজ্ঞাপন ও বিপনণ পরিচালক জুবায়েদ হাসান রাকিব তার সাথে ফোনযোগে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।