রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

গত আগষ্ট-২০২৩ মাসে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার সহ সার্বিক বিষয়ে বিশেষ ভূমিকা রাখায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরুষ্কৃত করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

একই সাথে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবেও মনোনীত করা হয়। তাঁদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান সহ জেলার সকল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, গত আগষ্ট মাসে সর্বোচ্চ পরিমান মাদক সহ অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী তামিল করায় চৌকশ পুলিশ অফিসার গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ পরিমান মাদক সামগ্রী উদ্ধার করায় একই থানার এসআই আশরাফুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরুষ্কৃত করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং গোয়ালন্দ থেকে মাদক সহ অপরাধ দূর করতে পুলিশের সার্বিক কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg