রাজবাড়ীতে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে পৃথক দুই অভিযান চালিয়ে ২ হাজার ১শত পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজবাড়ী পৌরসভা এলাকার বিনোদপুর ও বিকেলে সজ্জনকান্দা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মো. আমজাদ হোসেন মিয়ার ছেলে আসিফ মিয়া ওরফে হাসু (৩২) ও রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. বিল্লাল শেখের ছেলে ফারুক শেখ (৩৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২ টা ৫০ মিনিটে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান এর নেতৃত্বে একটি চেীকস আভিযানিক দল অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর ০২নং ওয়ার্ডের অন্তর্গত জনৈক আমজাদ হোসেন মিয়ার বসতবাড়ীর ভিতরে হাসু এর বসতঘরের মধ্য হতে আসিফ মিয়া ওরফে হাসু কে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক চার লক্ষ বিশ হাজার টাকা।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে একই দিন বিকাল সাড়ে ৪ টায় পৌর সভার সজ্জনকান্দা এলাকার মো. ফারুক শেখ’কে তার বসতবাড়ি হতে ৭০০ (সাত শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ দশ হাজার টাকা।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg