স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ শামীম মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। যার মূল্য অনুমান এক লক্ষ টাকা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ।
আটককৃত শামীম মোল্লা (৩৫) রাজবাড়ী সদর থানার বরাট ইউপির উত্তর উড়াকান্দা এলাকার শুকুর আলী মোল্লার ছেলে।
এর আগে বুধবার (০৯ আগস্ট) দিনগত রাত দশটার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে উপজেলার উত্তর দৌলতদিয়া কল্পনা বাড়ীওয়ালীর গলির সামনে ইটের রাস্তার উপর থেকে মাদক কারবারি শিমুল মোল্লাকে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।