রাজবাড়ীর গোয়ালন্দে পৌর এলাকায় বায়তুল জান্নাত জামে মসজিদ হিফজ মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
বৃহস্পতিবার (১০ আগস্ট ) সকাল ৯টার দিকে জুড়ান মোল্লার পাড়া পৌর ৪নং ওয়ার্ড মসজিদের কাজের মাঝ পর্যায়ে এসে ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মো. ফজলুল হক, জমি দাতা আঃ ছাত্তার মৃধা, মহিলা কাউন্সিলর শাহিদা আক্তার, গোয়ালন্দ অটো রাইস মিলের মালিক মো. সোহাগ, স্বর্ণ ব্যবসায়ী মো. আ. খালেক, মো. আবু সাইদ মন্ডল, রাজবাড়ী টেলিগ্রাফ এর নির্বাহী সম্পাদক আকতাউজ্জামান রনি, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরু সিকদার প্রমুখ।
এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল মন্ডল বলেন, মসজিদ আল্লাহর ঘর এখানে সকলেই একত্রিত হয়ে কাজ করতে হবে। এসময় তিনি মসজিদের পাশের রাস্তা উদ্বোধনের ঘোষণা দেন।