স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিদেশী রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ বাপ্পি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
সোমবার (০৭ আগস্ট) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. বাপ্পি (৩২) রাজবাড়ীর পাংশা থানার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা টু রাজবাড়ী গামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে একটি মাহেন্দ্র গাড়ীতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশী অবৈধ অস্ত্রধারী বাপ্পিকে একটি বিদেশী রিভলবার ও ছয় রাউন্ড রিভলবারের তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।