গোয়ালন্দে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ পিস ইয়াবাসহ আলামিন সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
গ্রেপ্তারকৃত আলামিন সরদার (২৬) রাজবাড়ী জেলার সদর থানার বড় চর বেনীনগর মেছোঘাটা এলাকার মো. আরমান সরদারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) দিনগত রাত পৌনে সাতটার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দিয়ে মাহেন্দ্র গাড়ী যোগে রাজবাড়ী যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আলামিন সরদারকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg