শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

গোয়ালন্দে একাধিক মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে একাধিক মাদক মামলার আসামি সামচাঁদ মোল্লাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বের আরও ২টি মাদক মামলা রয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি, সামচাঁদ মোল্লা (৬৫) উপজেলার ছোট ভাকলা ইউপির ছোট ভাকলা পূর্ব অংশ গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে।

এর আগে শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাত পৌনে ১০টার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে সামচাঁদ মোল্লা এর আধা পাকা চৌ-চালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষ হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg