শিরোনাম
কালুখালীতে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে অবৈধজাল উদ্ধারে মৎস্য দপ্তরের অভিযান বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিলেন মুদি দোকানের কর্মচারী, আ. লীগের পদ পেয়েই গড়েছেন সম্পদের পাহাড় ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে মারপিটের ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় মুক্তিযোদ্ধার সন্তান  বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল সম্পাদক কামরুল ইজিবাইক চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু মানিকগঞ্জ কুকুরের কামড়ে একদিনে আহত ৮২, জনমনে আতঙ্ক সরকারি কলেজের প্যাডে নোটিশ জারি করে ঘুষের টাকা সংগ্রহ করলেন অধ্যক্ষ

গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিক্সা চালক নিহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ শেখ নামে এক রিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্সা চালক মো. জাহিদ শেখ (৩৬) গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত আরজু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিক্সাচালক জাহিদ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। শনিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ব্যাটারি চালিত রিক্সা (যাত্রী বিহীন) চালিয়ে গোয়ালন্দের দিকে আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় নামক এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা নামের একটি যাত্রীবাহী বাস এসে রিক্সাটির পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রিক্সা থেকে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এবং রিক্সাটি দুমড়ে মুছরে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বাশা নামের ঘাতক বাসটি (রেজি: ঢাকা মেট্রো-ব ১৫-৪৫৮৫) জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg