শিরোনাম
আজ বিশ্ব শিশু অধিকার দিবস জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ইভটিজিংয়ের অভিযোগে সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শিক্ষক সংকটে গোয়ালন্দে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২ কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন, আঃ ছাত্তার সভাপতি, বছির সম্পাদক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

দীর্ঘ ৫ বছর পর উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী রাজবাড়ী সদর উপজেলাধীন পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে আঃ ছাত্তার শেখ সভাপতি ও বছির উদ্দিন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হয়। ভোট গণণা শেষ করে বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যাবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী আঃ ছাত্তার শেখ ছাতা প্রতীক নিয়ে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ ছালাম সরদার চেয়ার প্রতীক নিয়ে পান ৯৮ ভোট।

সাধারন সম্পাদক পদে বছির উদ্দিন গরুর গাড়ি প্রতীক নিয়ে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আবু বক্কর খান বাই সাইকেল প্রতীক নিয়ে পান ৯৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আক্কাস মোল্লা তালা প্রতীক নিয়ে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ নাসির শেক মই প্রতীক নিয়ে পান ১০৯ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হামজা সরদার, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইমরান মোল্লা, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহান আলী, দপ্তর সম্পাদক পদে মনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ রইচ শেক, প্রচার সম্পাদক পদে আমির হোসেন, এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিল্লাল বেপারী, বাবুল সেক, সহিদুর রহমান, নারু হলদার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg