রাজবাড়ীর গোয়ালন্দে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল আহম্মেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার পাঁচঠাকুরি গ্রামের আব্দুল সালামের ছেলে রাসেল আহম্মেদ (২০)।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এর উপর চেকপোষ্ট করে বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী রাসেল আহম্মেদকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা ছাড়াও তার কাছে থেকে একটি মোবাইল ফোন এবং ইয়াবা বিক্রয়ের নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।