রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মুঞ্জুর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন, পাবনা জেলার সাঁথিয়া থানার চর পাকুরিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদার এর ছেলে মুঞ্জুর আলম (৪৬)।
এর আগে রোববার (১৮ জুন) দিবাগত মধ্যরাত আড়াইটার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন গাউছিয়া কিয়াম বোডিং এর সামনে রাস্তার উপর হতে মুঞ্জুর আলমকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।