রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ গ্রাম হেরোইনসহ শিমুল চৌধুরী নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। যার মূল্য দশ লক্ষ টাকা।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টার দিকে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।
আটক মাদক কারবারি শিমুল চৌধুরী (২৮) গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার মৃত খলিল চৌধুরীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত পৌনে দশটার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার তিন রাস্তার মোড়ে আলমগীরের বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে মাদক কারবারি শিমুল চৌধুরীকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, উক্ত আসামি দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দঘাট থানাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আসামির বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে। তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।