রাজবাড়ীর গোয়ালন্দে নিজের মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে কালাম ফকির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে এক এজাহারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার আসামি হলো উপজেলার চর দৌলতদিয়া রহমান ফকির পাড়ার পাকু মেম্বারের ছেলে কালাম ফকির (৫০)।
এজাহার মাধ্যমে জানা গেছে, ভুক্তভোগীর মা অনুমান ৭/৮ বছর পূর্বে বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর তার পিতা আবার ভায়লা বেগমকে বিয়ে করে। গত ৬ জুন দিবাগত রাত পৌনে বারোটার দিকে বিদ্যুৎ চলে যাওয়াতে অন্ধকারে ভুক্তভোগী ভয় পায় বিধায় তার পিতা ও সৎ মায়ের নিকট শুতে তাদের শয়ন কক্ষে গিয়ে খাটের সামনে মাটিতে শুয়ে পড়ে। সে সময় তার পিতা বাহিরে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে তার বুকে ও তলপেটে হাত দেয়। তখন সে চিৎকার করলে তার পিতা তার ছোট ভাইয়ের কাছে খাটের উপর ঘুমাতে বলে। আর তার পিতা ও সৎ মা নিচে শুয়ে পড়ে। সে খাটের উপরে শুয়ে ঘুমিয়ে যায়। রাত চারটার দিকে তার পিতা খাটের উপর উঠে তার মুখ চেপে ধরে এবং কোন প্রকার শব্দ করলে তাকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ইতিপূর্বেও তার পিতা তাকে একাধিক বার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমারা খরব পাই যে একজন পাষণ্ড পিতা তার মেয়েকে ধর্ষণ করছে। হামিদ মৃধার হাটের ওইখানে এই সংবাদ পেয়ে আমি পুলিশ পাঠিয়ে ঘটনা যাচাই করে মেয়েটিকে উদ্ধার করি এবং তার পাষণ্ড পিতাকে আটক করা হয়। আসামিকে বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।