রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫ পিস ইয়াবাসহ সাইদ মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটক মাদক কারবারি হলেন, গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড সাকের ফকির পাড়া এলাকার মৃত কাশেম মোল্লার ছেলে মো. সাইদ মোল্লা (৩০)।
জানা গেছে, গোয়ালন্দঘাট থানা পুলিশ রবিবার রাত পৌনে বারোটার দিকে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে আইয়ুব মেম্বারের বাড়ীর সামনে থেকে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদ মোল্লাকে আটক করা হয়।
গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।