রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে।
শনিবার (০৬ মে) গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে সরোজমিনে ঘুরে এসে দেখা যায় পদ্মা নদী থেকে এবং বিভিন্ন জলাশয় থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র।
দৌলতদিয়া ইউনিয়নের মূল পদ্মা নদী থেকে এবং মরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এসব অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পিছনে, কলাবাগান নামক স্থানে, ফকির পাড়া নামক স্থানে, ৮ নং ওয়ার্ডের সোনালী হ্যাচারির পিছনে, উজানচর ইউনিয়নের বিশ্বাস বাজার এলাকায়, পল্লী বাজার নামক এলাকায়, ১ নং ওয়ার্ডের বেড়িবাধ নামক এলাকায়, দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী থেকে চলছে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন।
নদীর তীরবর্তী স্থানীয় বাসিন্দারা বরাবর বলছেন, আমরা প্রতিবছরই নদী ভাঙ্গনের শিকার হচ্ছি। কিন্তু এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন কিছুতেই থামানো যাচ্ছে না। প্রশাসন নামমাত্র মাঝে মাঝে অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুর রহমান জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে সকল অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।