রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান (৪৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কলিমোহর ইউনিয়নে বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন।
রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বসাকুষ্টিয়া গ্রামের এই ঘটনা ঘটে।
কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বলেন, মিজান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারের সারের ব্যবসা করতেন। রবিবার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজান নামে এক স্কুল শিক্ষকক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি।