শিরোনাম
রাজবাড়ীতে মৎস্য কার্ডের চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মানববন্ধন গোয়ালন্দে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক  গোয়ালন্দে বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, বিলীন হচ্ছে ফসলি জমি, বসতিভিটা রাজবাড়ীতে শিক্ষক হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার সহ অস্ত্র উদ্ধার দৌলতদিয়ায় দিনে দুপুরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে নিয়ে গেলো কোটি টাকা  রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত পাচুরিয়া ইউনিয়নের খিদির শেখ দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় যুবরাজ গ্রেপ্তার,আদালতে স্বীকারোক্তি ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পাচুরিয়া ইউনিয়নের খিদির শেখ দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

0Shares

রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামের মো. খিদির শেখ (৫৫) কে কুপিয়ে মারাত্মক ভাবে যখম করেছে দূর্বৃত্তরা।

গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের রোস্তম আলী জানান, সকালে তিনি পাটের ক্ষেত নিড়াচ্ছিলেন, আর পাশের জমিতে খিদির শেখ সার দিতে আসে এ সময় আঃ খালেকের ছেলে বিকুল ও অজ্ঞাত আরও দুজন এসে রোস্তম আলীকে মারপিটের ভয় দেখিয়ে স্থান ত্যাগ করতে বলে, সে প্রাণ ভয়ে সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে আগত বিকুল ও তার দুজন সঙ্গী সহ খিদির শেখকে রড ও দেশিয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়।

আহত খিদিরের চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেয়। এদিকে এই ঘটনার সংবাদ শুনে রাজবাড়ী সদর থানা থেকে পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করছেন।

খিদির শেখের পারিবারিক সূত্রে জানা যায়, খিদির শেখ পেশায় একজন কৃষক তার বড় ভাই সাত্তার শেখকে দূর্বৃত্তরা হত্যা করে এরপর মামলা হলে সেই মামলার বাদী এই খিদির শেখ। যেকারণে আসামি পক্ষ প্রায়ই খিদির শেখকে সাত্তার শেখের হত্যা মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। খিদির শেখের উপরে হামলা ও সাত্তার শেখকে হত্যা একই সূত্রে গাঁথা হিসেবে ধারণা করছেন তাদের পরিবার।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন খিদির শেখের পরিবার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg