শিরোনাম
রাজবাড়ীতে মৎস্য কার্ডের চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মানববন্ধন গোয়ালন্দে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক  গোয়ালন্দে বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, বিলীন হচ্ছে ফসলি জমি, বসতিভিটা রাজবাড়ীতে শিক্ষক হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার সহ অস্ত্র উদ্ধার দৌলতদিয়ায় দিনে দুপুরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে নিয়ে গেলো কোটি টাকা  রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত পাচুরিয়া ইউনিয়নের খিদির শেখ দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় যুবরাজ গ্রেপ্তার,আদালতে স্বীকারোক্তি ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় যুবরাজ গ্রেপ্তার,আদালতে স্বীকারোক্তি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

0Shares

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলায় শেখ সুমন সবুজ (২৮) নামের ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আরেক আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।বুধবার(২৬ এপ্রিল) রাত পৌনে ১১ টার সময় সদর উপজেলার হাউলি জয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে
তাকে আদালতে তোলা হলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন হোসেনের আদালতে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম আজিজুল ইসলাম (যুবরাজ)।সে সদর উপজেলার হাউলি জয়পুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

এর আগে সবুজ হত্যা মামলায় গোলাম মোস্তফা শেখ (৩৪) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান,

পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার এবং ঈদকে সামনে রেখে নৌকার ব্যবসার ভাগাভাগির জন্য এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।ছাত্রলীগ নেতা হত্যা মামলায় জেলা পুলিশসহ গোয়েন্দা পুলিশ সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছে।গোপন খবরের ভিত্তিতে যুবরাজকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হলে তিনি বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত,গত ২৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে তার বাড়িতে ঘরের মধ্যে গুলি করে ৩০-৩৫ জনের একটি দল।ওই দিনই রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে সবুজ মারা যান।নিহত সবুজের বন্ধু সজীব গুলিবিদ্ধ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সবুজ হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার(২৫ এপ্রিল)বিকেলে সবুজের বাবা শামসুল আলম বাদি হয়ে অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg