শিরোনাম
রাজবাড়ীতে মৎস্য কার্ডের চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মানববন্ধন গোয়ালন্দে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক  গোয়ালন্দে বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, বিলীন হচ্ছে ফসলি জমি, বসতিভিটা রাজবাড়ীতে শিক্ষক হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার সহ অস্ত্র উদ্ধার দৌলতদিয়ায় দিনে দুপুরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে নিয়ে গেলো কোটি টাকা  রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত পাচুরিয়া ইউনিয়নের খিদির শেখ দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় যুবরাজ গ্রেপ্তার,আদালতে স্বীকারোক্তি ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন (সবুজ) এর হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বরাট ইউনিয়নবাসী।

মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আর্শাদ আলী সরদার, সহ সভাপতি শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, নিহত সবুজের পিতা শেখ সামচুল আলম বাবু, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর সহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উড়াকান্দা এলাকা এখন সন্ত্রাসীদের অভয় আশ্রম হয়ে দাঁড়িয়েছে। এখানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলছে। মাদক ব্যবসা থেকে শুরু করে সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড করছে এক শ্রেণির সন্ত্রাসীরা। তাদের কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সবুজকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীদের আধিপত্য ঠিক রাখতেই এই হত্যা কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তারা। সবুজের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতা সবুজের বাড়িতে প্রবেশ করে এক দল দুর্বৃত্ত। পরে তারা জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে এতে সবুজ সহ দুইজন গুলিবিদ্ধ হয়। এর দুই ঘণ্টা পরে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সবুজ মারা যান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg