পাংশায় লালন সঙ্গীত চর্চা কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রাজবাড়ী প্রতিনিধিঃ
“এসো আনন্দ উৎসবে গড়ি মৈত্রির বন্ধন” স্লোগান সামনে রেখে রাজবাড়ীর পাংশায় লালন সঙ্গীত চর্চা কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডলসহ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।