গত ৮ই আগস্ট দুপুরে পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, এমপি সস্ত্রীক মেহেরপুর জেলা হতে সড়ক পথে ঢাকায় প্রত্যাবর্তনকালে রাজবাড়ী সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন।
তাঁকে জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম(বার) পৃথকভাবে তাকে ফুলেল অভ্যর্থনা জানান রাজবাড়ী সার্কিট হাউজে পৌছালে । এ সময় জেলা পুলিশের একটি চৌকষ দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সার্কিট হাউজে মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করেন।
গত ৭ই আগস্ট দুপুরে পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে মেহেরপুর জেলায় গমন করেন এবং রাতে মেহেরপুর সার্কিট হাউজে অবস্থান করেন। তিনি গতকাল ৮ই আগস্ট সকালে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স দর্শন করেন এবং মেহেরপুর থেকে ঢাকায় প্রত্যাবর্তনকালে দুপুরে রাজবাড়ী সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন।