মানিকগঞ্জ প্রতিনিধি, ০১ এপ্রিল
বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচী পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (০১ এপ্রিল) দুপুরে জেলা কোর্ট চত্ত্বরে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বশির উদ্দিন আহমেদ ঠাণ্ডু, আব্দুল বাতেন, আজাদ হোসেন খান, আফম নূরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাইদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, গোলাম আবেদীন কায়সার প্রমুখ।