ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার ৪০ বছর পূতি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার আয়োজনে ‘সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী ও কালুখালী কিং জুট মিলের মালিক আব্দুর রাজ্জাক খান প্রমুখ।
এ সময় আলোচনা করেন, বিশিষ্ট আলেম ও বৃচাত্রা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আঃ হাই জোয়াদ্দার। দোয়া-মোনাজাত পরিচালনা করেন তিনি।