রাজবাড়ীতে এই প্রথম মাদক আইস সহ এ কে এম ফজলে রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে রাজবাড়ীর সজ্জনকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালী থানার পশ্চিম পশরা এলাকার মো. মাইনুদ্দিন মোল্লার ছেলে এ কে এম ফজলে রাব্বি (৩১)।
জানা গেছে, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে রাজবাড়ী সজ্জনকান্দা বড় মসজিদের পিছনে কাজী আলাউদ্দিন এর পঞ্চম তলা ০৩ ইউনিট বিশিষ্ট ফ্ল্যাটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এ কে এম ফজলে রাব্বির দখলকৃত ফ্ল্যাট থেকে ১৪ (চৌদ্দ) গ্রাম আইস উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।