রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা: গোলাম মোস্তফা (৮৯) আজ রাত ৮ টায় ফরিদপুর মেডিকলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তার স্বজনরা জানিয়েছেন, বাধক্য জনিত কারণে নানা ধরণের জটিল রোগে ভুগছিলেন তিনি। এছাড়া তিনি করোণায়ও আক্রান্ত হয়েছিলেন। আজ (৮ আগস্ট) সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
তারা স্বজনরা আরো জানিয়েছেন ৯আগস্ট সকাল ১০ টায় নবারুণ সংঘের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, ডা: গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম ।